বেগমগঞ্জ ও এমসি কলেজে ছাত্রলীগ কতৃক মানবতাবিরোধী ও সমাজবিরোধী ঘৃণিত ধর্ষন এবং নারী জাতির সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদ ও বিচারের দাবিতে মাগুরা জেলা ছাত্রদলের নেতৃত্বে সকল ইউনিট ছাত্রদল,সেচ্ছাসেবক দল ও যুবদলের অংশগ্রহণে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল অনষ্ঠিত হয়।,উক্ত মিছিলটি মাগুরা জেলার প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়-জজ কোর্ট হয়ে কেশবমোড়ে যেয়ে শেষ হয়।
এ সময় জেলা ছাত্র দলের সভাপতি আব্দুর রহিম,সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন,ছাত্রলীগের নেতাকর্মীরা দেশকে ধর্ষনের দেশে পরিনত করেছে। কেউ তাদের থেকে নিরাপদ নয়। মানুষ এদের থেকে রক্ষা পেতে চায় বলে উল্লেখ করে এ ব্যর্থ সরকারের থেকে মুক্তির জন্য আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানান।