গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিজ নামে লিখে নিতে না পেরে পিতা ও বোনকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর আগে উপজেলার রামভদ্র (খানাবাড়ি) গ্রামের সিরাজ উদ্দিনের মৃত্যুর পর তার স্ত্রী নবীজান মুসলিম আলী নামে এক পুত্র সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করেন একই গ্রামের কেরামত আলীর ছেলে আকবর আলীকে। এরপর নবীজানের দ্বিতীয় সংসারে তিন কন্যার জন্ম হয়।
এদিকে আকবর ও তার কন্যা রাশেদা এবং শাহেনার নামে ক্রয়কৃত ৫২ শতাংশ জমির উপরে নজর পরে মুসলিম আলীর। তাই মুসলিম আলী তার সৎ বোন ও পিতার নিকট থেকে জমি লিখে নেয়ার বায়না ধরে। এতে রাজী না হওয়ায় রাশেদা, শাহেনা ও আকবর আলীকে অমানুষিক নির্যাতন করে। এছাড়া তাদের সঞ্চিত ও গরু বিক্রির দুই লাখ টাকাও দাবি করে মুসলিম আলী।
দুই লাখ টাকা ও ৫২ শতাংশ জমি লিখে না দিলে ভিটে ছাড়া করার হুমকিও দেয়। এ ঘটনায় রাশেদা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুজ্জামান অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।