পটুয়াখালীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশসনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার লতিফা জান্নাতী এর সভাপতিত্বে সভা সঞ্চলনা করেন,সহকারী কমিশনার হাসান মেঃ সেয়াইবের।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ,কাউন্সিলর অ্যাডভোকেট কাজল বরন দাস,কাউন্সিলর দেলেয়ার হোসেন আকন,কাউন্সিলর এসএম মতিন মাহমুদ জাহিদ সিকদার,কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান তানভীর আহমেদ প্রমুখ। আলোচনা সভায় পটুয়াখালী পৌরসভার কাউন্সিলরবৃন্দ,সদর উপজেলার চেয়ারম্যাগন ও ইউপি সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে,জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন,জনগনের কাছে দায়বদ্ধতা মনে করে সকল ধরনের অনিয়ম ও দুর্নীতির উর্ধ্বে থেকে আমাদের সবাইকে আন্তরিকভাবে স্বচ্ছতার সহিত কাজ করা নৈতিক দায়িত্ব।