কুড়িগ্রামের উলিপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ! উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করেন, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, পৌর কমিশনার, উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ !
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নুরে জান্নাত রুমি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম রাসেল, সমাজসেবা অফিসার মশিউর রহমান !
আলোচনায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন, উলিপুর প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ সহিদুল আলম বাবুল, ইউপি সচিব সাদেকুল ইসলাম মন্ডল, ইউপি চেয়ারম্যান, রাকিবুল হাসান সর্দার, আবুল কালাম আজাদ খোকা, আইয়ুব আলী সরকার, পৌরসভার প্যানেল মেয়র আনিসুর রহমান, ইউপি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আনিছুর রহমান ফুয়াদ প্রমুখ ! আলোচনা সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার নাদিরউজ্জামান !