ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু৷ নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে আজগার আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৬ অক্টোবর সকাল ৭ টায় শহরের হাতিখানা মহুয়া গাছ সংলগ্ন রেল লাইনে ওই বৃদ্ধের মৃত্যু ঘটে। স্হানীয়রা জানান, সৈয়দপুর শহরের কাজির হাঠ ঈদগাহ সংলগ্ন মৃত্যু ইব্রাহিম আলীর ছেলে আজগার আলীর দুই স্ত্রীর সাথে বেশ কিছু দিন থেকে পারিবারিক কলহ চলছিল।
ঘটনার দিন ভোর থেকে ওই বৃদ্ধকে রেল লাইন সংলগ্ন বসে থাকতে দেখা যায়। সকাল ৭ টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর হয়ে রাজশাহী যাওয়ার সময় ওই বৃদ্ধ ট্রেনের নিচে ঝাপ দেয়।
ওই সময় বৃদ্ধটি দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন। এ বিষয়ে ঘটনার সত্যতা স্বিকার করে রেলওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে একটি ইউডি মামলা করেছেন বলে জানান তিনি।