খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন,বিপিএম(বার) মঙ্গলবার মাগুরা জেলা পুলিশের বিভিন্ন কর্মশালায় অংশগ্রহন করেন। সকালে পুলিশ লাইন্স মাঠে মাগুরা জেলা পুলিশ কতৃক আয়োজিত জেনারেল সালাম গ্রহন করেন ও প্যারেড পরিদর্শন করেন।
দুপুরে এক বিশেষ কল্যান সভায় অংশগ্রহন করে করে তিনি ভাল কাজের স্বীকৃতিস্বরূপ মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,জয়নাল আবেদীন সহ জেলায় কর্মরত একাধিক কর্মকর্তার মাঝে মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
জেলায় কর্মরত বিভিন্ন ইউনিট পুলিশের অংশগ্রহনে পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান ,পিপিএম । এছাড়াও তিনি তার এ সফরে মাগুরা জেলা রিজার্ভ অফিস ও মাগুরা সদর থানা পরিদর্শন করেন।
দিনব্যাপি মাগুরা জেলায় অবস্থানকালে তার সাথে ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান,পিপিএম ,অতিরিক্ত পুলিশ প্রশাসন কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন। খুলনা রেঞ্জের ডিআইজি মাগুরার আইন শৃংখলা রক্ষায় পুলিশ এর কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঠিক ভাবে ক্জ করার আহবান জানান।