সারা দেশে ধারাবাহিক ভাবে নৃশংস নারী ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা।
৭ আক্টোবর সকাল ১০ টায় পটুয়াখালীর ঐতিহ্যবাহি শহীদ স্মৃতি পাঠাগার সন্মুখে ঘন্টা ব্যাপি মানববন্ধন করে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত নারী শিক্ষাথীরা। সারা দেশে চলমান নারী-শিশু ধর্ষন ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ধর্ষকদের সর্বচ্চ শাস্তি দাবী করেন মানবন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মধ্যে থেকে এ সময় বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী তাসনিয়া তানহা, মারিয়া তাসনিম প্রমি, তাসমিয়া তাবাসসুম লিসা, তামান্না,জেবা ফারিহা আলভী, স্কুল শিক্ষার্থী খন্দকার মাইশা, আয়শা সিদ্দিকা দিনা, রাবেয়া বশরী স্নেহা, তুর্মি পাল প্রমুখ।