কালিগঞ্জ উপজেলাকে মাদকমুক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিন্নুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল¬াহ-আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।