রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সর্পবেতেঙ্গা গ্রামে গত বুধবার বিকালে লীজের ডোবা জমিতে মাছ মারতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের মারপিটে এক ভূমিহীন মহিলা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ।
উপজেলার জামালপুর ইউনিয়নের সর্পবেতেঙ্গা গ্রামের হুমায়ুন শেখের স্ত্রী আহত ভূমিহীন মাহফুজা বেগম জানান আমার কোন জমি না থাকায় আমি সরকারি জমি লিজ নিয়ে সেখানে বসবাস করি ঐজমির কিছু অংশ ভোবা থাকায় বর্ষা মৌসুমে আমারা সেখানে মাছচাষ করি । একই গ্রামের মোস্তফা শেখের ছেলে বাচ্চু শেখ মেছের শেখের ছেলে অজেদ শেখ ও তাদের পরিবারের লোকজন প্রায়্ই জোর পূর্বক মাছ মারে।
গতকাল বুধবার বিকেল বাচাচু শেখ ও অজেদ শেখ জোরপূর্বক ঐ ডোবায় মাছ মারতে থাকলে আমার ছেলে হোসাইন মাছ মারতে নিষেধ করলে তারা তাকে মারধর করলে সে দৌড়ে বাড়ীতে এসে ঘরে পলালে তারা আমার ঘরের দরজা ভেঙ্গে হোসাইনকে মারপিট করতে গেলে তার চিৎকারে আমার বড় ছেলে মামুন এগিয়ে আসলে তাকেও মারপিট করে আমার দুই ছেলের চিৎকারে আমি এগিয়ে গেলে বাচ্চু শেখ ও অজেদ শেখ তাদের হাতে থাকা বাশের লাঠি ঔ লোহার রড দিয়ে আমাকে বেধোরক মারপিট করে তাদের মারপিটে আমি আহত হয়ে মাটিতে পড়ে গেলে তারা আমাকে ও আমার পরিবারের লোকজনদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
আমর ভাই শিহাব খবর পেয়ে আমাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।