রাজশাহীর গোদাগাড়ীতে র্যাব-৫ সিপিসি-১, চাপাই নবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী পৌর এলাকার রামনগর হেলিপ্যাডে অভিযান চালিয়ে এক শীর্ষ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেন। গতকাল বুধবার দুপুর ২টার দিকে এই অভিযান পরিচালনা করে র্যাব-৫।
আটককৃত ব্যাক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিউ ইসলামপুর গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী রবিজুল(৫০) প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামস্থ হেলিপ্যাডের পূর্বপাশে জনৈক মোঃ সামসুল হক এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে দুই কোটি টাকা মূল্যের ১কেজি ৯৯০ গ্রাম হেরোইন, সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে । র্যাব-৫ পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রজুর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।