কুমিল্লার হোমনায় মুজিব শতবর্ষ উপলক্ষে আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃক উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নের মোট ২৭ জন উপকারভোগীর মাঝে ১৬ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে-এর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।