গতকাল বুধবার (৭ই অক্টোম্বর২০) সুলতারপুর গ্রামে বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়ন এর ৯নং ওয়ার্র্ড বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপি সভাপতি ও ইউপি সদস্য আব্দুল বাছেদ দুলু সভাপতিত্বে ওয়ার্ড কমিটি গঠন ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী থানা বিএনপি যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাগইল ইউনিয়ন বিএনপি আহবায়ক আবু আছাদ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হিলু, সদস্য রফিকুল ইসলাম, আব্দুস সবুর সবুজ, আজমল হোসেন শীষ, মিনহাজুল ইসলাম, শহিদুল ইসলাম পাইলট, বিএনপি নেতা চঞ্চল রায়, খয়বর আলী, খোরশেদ আলম, গোলাম কবির পুটু, রফিকুল ইসলাম, মিলন মিয়া, নুরুল ইসলাম, শাহাদৎ হোসেন, জাকির হোসেন, যুবদল নেতা লুৎফর রহমান, আবু মুসা বাবুল, আলেক উদ্দিন, খলিলুর রহমান, নুহু আলম, রুহুল আমিন, ছাত্রদল নেতা রাকিব হাসান, রিপন মিয়া, রকি আহম্মেদ, সজিব আহম্মেদ, মাসুম মিয়া, উৎসব আহম্মেদ ও আমিনুর রহমান প্রমূখ।
সভায় মরহুম বিএনপি নেতা আব্দুল গফুর বাবলু, আফছার আলী, আব্দুল কাদের, গোলাম হাফিজ ফটু ও তোতা মিয়া আকন্দ এর রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার এর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এরপর কর্মী সভায় সর্ব সম্মতিক্রমে আব্দুল বাছেদ দুলু’কে সভাপতি এবং নুরুল ইসলাম’কে সাধারণ সম্পাদক ও খোরশেদ আলম’কে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।