রাজধানীর খিলগাঁওয়ে একটি অনলাইন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে দিনদুপুরে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগীরা।
এ ঘটনায় পুলিশ মামলা না নিলেও, ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। রাজধানীর খিলগাঁওয়ের ব্লক সি-এর ২৫৪ নংম্বর ভবনের দ্বিতীয়তলায়, অনলাইনে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ফাস্ট কুরিয়ার’-এর অস্থায়ী কার্যালয়।
কর্মকর্তারা জানান, দুই সপ্তাহ ধরে অফিসের ইন্টারনেটের গতি কম থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান লিংক থ্রিকে তাগিদ দিয়ে আসছিলেন। গুরুত্ব না দেয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে লাইনম্যানকে ফোন দিয়ে বকাঝকা করায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌহিদুল হাসান টফির নেতৃত্বে হামলা চালায় ২৫ থেকে ৩০ জন যুবক।
অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথম দফায় ওই অ্যাকাউন্ট ম্যানেজারকে অফিসে এসে হুমকি দেয়া হয়। এরপর তাকে বাইরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তৃতীয় দফায় অফিসে ঢুকে হামলা চালিয়ে প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে মারধর করা হয়। ১০ লাখ টাকা লুটেরও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গতকাল মঙ্গলবার দুপুরে, এই ঘটনার পর সন্ধ্যায় আবারও হুমকিধামকি দেয়া হয় বলে অভিযোগ ‘ফাস্ট কুরিয়ার’ অফিসের কর্মকর্তাদের।
থানা সূত্রে জানা গেছে এ বিষয়ে আজ বুধবার একটি মামলা হয়েছে। এবং ঢাকা দক্ষিন খিলগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌহিদুল হাসান টফিকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও শৃংখলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বিরত রাখার ঘোষণা দেন।