নওগাঁর মান্দায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে পাঁচ কেজি করে চালসহ ডাল, লবন, তেল ও সাবান বিতরণ করা হয়েছে। উপজেলার ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাজ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় মশিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে চৌবাড়িয়াহাট কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, ভারশোঁ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চাঁন মোহাম্মদ, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, সহসভাপতি ইদ্রিস আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জাহিদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সেলিম, ছাত্রলীগনেতা সবুজ আকতারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
অপরদিকে একই দিন ‘অভিযাত্রা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলার গাইহানা কৃষ্ণপুর গ্রামে ১২৫ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ সময় সংগঠনের সমন্বয়কারী মোস্তাকীম বিল্লাহ, ইঞ্জিনিয়ার আহসান হাবীব সুমন, রেজাউল ইসলাম, রবিউল ইসলাম রকি, ইঞ্জিনিয়ার সোহেল রানা রুবেল, মাসুদ রানা প্রমূখ উপস্থিত ছিলেন।
সংগঠন সুত্রে জানা গেছে, কর্মহীন মানুষের মাঝে পর্যায়ক্রমে এ ধরণের আরো খাদ্য সহায়তা দেয়া অব্যাহত থাকবে।