দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী বৃহস্পতিবার সকাল ১০ টা এইচ.এস.এস সড়কের জেলা বি.এন.পি কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি এস.এম মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব এম.এ মজিদ, চেয়ারম্যান নজরুল ইসলাম, থানা বিএনপি সভাপতি মুন্সী কামাল আজাদ, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান, পৌর সেক্রেটারী আব্দুল মজিদ বিশ্বাস, বিএনপি নেতা আক্তারুজ্জামান প্রমুখ। বক্তাগণ, অবিলম্বে নারী ও শিশু ধর্ষণকারীদের দ্রুত আটক ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।