সিদ্ধিরগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে মমতা চক্ষু হাসপাতালের আদমজী শাখা ও চিটাগাংরোড শাখার উদ্যোগে র্যালী অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সকাল ৮’টায় চিটাগাংরোড হাজী নেকবর আলী মার্কেটের সামনে এ র্যালী অনুষ্ঠিত হয়।
মমতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাইনুর রহমান সাব্বিরের নেতৃত্বে র্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মমতা চক্ষু হাসপাতালের পরিচালক তানভির হাসান জয়, মার্কেটিং চিফ খন্দকার হাফিজুল হাকিম, হাসপাতাল ইনচার্জ মোঃ মিজানুর রহমান, ডাক্তার সৈতক কুমার দাসসহ হাসপাতালের কর্মচারীবৃন্দ।
র্যালীটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনে থেকে আরম্ভ করে ইউটার্নে গিয়ে শেষ হয়। অপরদিকে সিদ্ধিরগঞ্জের আইয়ুব নগর হাউজিং এলাকায় রোটারী মেডিক্যাল সেন্টার, মমতা চক্ষু হাসপাতাস ও ফ্যাকো সেন্টার ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগরের যৌথ উদ্্েযাগে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে প্রায় ২’শতাদিক রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা, চশমা ও ঔষধ বিতরন করা হয়।