বাগেরহাটের শরণখোলায় নিজ স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় পুলিশ সদস্য সাদ্দাম হোসেনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।শুক্রবার বিকেলে শরণখোলা থানা পুলিশ সাদ্দাম হোসেনকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খোকন হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে নিহত জোৎসনার মা রুপসা উপজেলার নারিকেল চানপুর গ্রামের জুলেখা বেগম বাদী হয়ে সাদ্দাম হোসেনকে আসামী করে শরণখোলা থানায় মামলা দায়ের করেন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুর রহমান জানান, পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন নিজ স্ত্রীকে হত্যা করেছে।
আমরা তাকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করেছি। নিহত জোৎসনার মা জুলেখা বেগম বাদী হয়ে সাদ্দাম হোসেনকে আসামী করে শরণখোলা থানায় মামলা দায়ের কেেরছন।
আমরা এই ঘটনার নেপথ্যে আর কিছু রয়েছে কিনা তারো ক্ষতিয়ে দেখছি। মরদেহের সুরতহাল রিপোর্ট ও বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি সাদ্দামের স্ত্রী জোৎসনা বেগম অন্তস্বত্তা ছিলেন।
উল্লেখ, বুধবার রাতের কোন এক সময় শরণখোলা উপজেলার তাফালবাড়ি এলাকাল ভাড়াটিয়া বাসায় নিজ স্ত্রী হত্যা করে একটি বস্তায় মরদেহ ঢুকিয়ে পরিত্যক্ত ঘরে রাখেন পুলিশ সদস্য সাদ্দাম হোসেন।পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ।