বগুড়ার সারিয়াকান্দিতে দুই পায়ের রগ কাটা অবস্থায় উদ্ধার হওয়া মোঃ সাইফুল ইসলাম ওরফে শফিকুল মাষ্টার (৫৫) নামের এক জন স্কুল শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এলাকা সুত্রে জানা গেছ, নিহত শফিকুল মাষ্টার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের মৃত হাই তুল্লাহ প্রামানিকের ছেলে। সে বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
সে গত বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মাঝবাড়ী গ্রামের দক্ষিণ পাড়া তালদহ মাঠ থেকে দুই পায়ের রগ কাটা ও মাথায় আঘাত প্রাপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানিয়রা। পরে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনার স্থলে এসে অচেতন অবস্থায় শফিকুল মাষ্টারকে উদ্ধার করে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে শফিকুল মাষ্টার মৃত্যু হয়। বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ীর উপ পরিদর্শক এস আই আব্দুল আজিজ মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।