ভোলা বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজার সংলগ্ন পন্ডিত বাড়ীতে ৮ বছরের মেয়ে করোনায় আক্রান্ত হওয়ায় ওই মেয়েটির আত্মীস্বজন সহ আশপাশের ৭টি বাড়ীকে লক ডাইন করেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে বোরহানউদ্দিন পৌর ৫নং ওয়ার্ড এর ভাওয়াল বাড়ী, পৌর ১নং ওয়ার্ড এর
কির্তন বাড়ী ও কাচিয়া পন্ডিত বাড়ী সহ আশপাশের ৫ বাড়ীকে লক ডাইন করলেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।
এ তথ্য নিশ্চিত করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী। এছাড়া মনপুরা উপজেলা ৩৮ বছর বয়সের এক ব্যক্তি করোনায় সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেন ভোলা সিভিল সার্জন রতন কুমার। মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: মাহমুদুর রহমান জানান, করোনা আক্রান্ত রোগি ঢাকা হতে এসেছে। সে হোটেলের কর্মচারী ছিল। তার কোন করোনার উপসর্গ ছিল না। তাকে প্রাথমিক আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অপরদিকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাপতি চোধুরী জানান, বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড এর পন্ডিত বাড়ী হতে ৮ বছরের মেয়ে জ্বর, সদি উপসর্গ নিয়ে হাসপাতালে এসে নমুনা দিয়ে যায়। বর্তমানে তার হালকা জ্বর রয়েছে। গত ৩ দিন আগে তার মামা বাড়ী পৌর ১নং ওয়ার্ড কির্তন বাড়ী বেড়াতে আসে। প্রাথমিক ভাবে তাকে একটি কক্ষে রাখা হবে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী বলেন, শিশুটির বাড়ী ও আশাপাশের ৫টি বাড়ী এবং পৌর এলাকার আত্মীয় ভাওয়াল বাড়ী, কির্তন বাড়ী লক ডাউন করা হয়েছে।