মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে সড়ক দুর্ঘটনায় গৃহবধু নিহত। নিহত গৃহবধূ বালিদিয়া গ্রামের মফিজ শিকদারের স্ত্রী। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান বালিদিয়া এলাকায় গতকাল রবিবার সকাল ১১টার দিকে ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ওই গৃহবধূ গুরুতর আহত হলে প্রথমে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেন। পরবর্তীতে অবস্থা আরো অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল থেকে ঢাকায় নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।