করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় বিপাকে পড়া অসহায় শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগ।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলের নির্দেশে দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি ও সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ জয় এসব খাদ্যসামগ্রী অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।
এছাড়াও মধ্যবিত্তদের ঘরে গোপনে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ।
সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র নাথ কুমার, দৌলতখান উপজেলা ছাত্রলীগের সভাপতি মোতালব হোসেন সবুজ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
দৌলতখান উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের ও সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ জয় বলেন, এমপি আলী আজম মুকুলের নির্দেশনায় সৈয়দপুর ইউনিয়নে গরীব, দুস্থ ৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী (চাল, ডাল, আলু, পিয়াজ, তেল ও সাবান ইত্যাদি) বিতরণ করা হয়। দেশের যেকোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ মানুষের পাশে থাকে।
তারই ধারাবাহিকতায় আমরা দৌলতখান উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগ আমাদের দায়িত্বশীলতা ও দায়বদ্ধতাকে মাথায় রেখে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের নির্দেশেই ছাত্রলীগ এভাবেই গণমানুষের পাশে দাঁড়াবে এবং এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।