রূপসার রামনগর কস্মস্ সী ফুডস্ কর্তৃপক্ষ সাধারণ মানুষ ও মুমুর্ষ রুগীদেরকে চলাচল করতে দেওয়া রাস্তাটি খামখেয়ালী ভাবে পথ আটকিয়ে এক ডক ইয়ার্ড ব্যবসায়ী চালিয়ে যাচ্ছে তার ব্যবসা।
রূপসা ভৈরব নদীর পাড় ঘেষা এ রাস্তাটি দির্ঘদিন ধরে উক্ত মাছ কোম্পানী কর্তৃপক্ষ মানুষের কল্যানের জন্য ব্যবহার করতে দিলেও রাস্তাটি ওই ব্যবসায়ী তার নিজের দাবি করে বিশাল ইষ্টিল বডি ট্রলার রাস্তার পাশে রেখে সংঙ্কার করে আসছে। এ রাস্তা দিয়ে দিনেও রাতে বিশেষ করে মুমর্ষ রোগীর পাশাপাশি সাধারণ মানুষও যাতায়াত করে থাকেন।
এর পাশাপাশি ওই ডক মালিক অবৈধভাবে কয়লাচুলি¬ জ্বালিয়ে ব্যবসার নামে পরিবেশ দুষণ করে আসছে। এতে ঘনবসতি এলাকার সাধারণ মানুষ শ্বাসকষ্টসহ বিভিন্ন সংক্রমন রোগে আক্রান্ত হচ্ছে বলে এলাকাবাসি জানিয়েছেন। শুধু তাই নয় বিভিন্ন ডক ইয়ার্ডের শব্দে পরিবেশও দূষণ হচ্ছে এমন অভিযোগও করেছেন এলকাবাসী।
এ ব্যাপারে ডক ইয়ার্ডের মালিক সোরহাব হোসেন বলেন, আমার নিজস্ব জায়গার উপর বোর্ড রেখেছি। তবে রাস্তা ছেড়ে দিয়ে রাখা হয়েছে। কসমস সী ফুডস্রে ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেন বলেন, এ রাস্তাটির মালিক আমি। যেহেতু মাছ কোম্পানী বন্ধ সে কারণে রাস্তাটি যাতায়াতের জন্য জনগণ ও মানুষের কল্যাণে ব্যবহার করতে দিয়েছি।
তবে ডক ইয়ার্ডের কর্তৃপক্ষ জাহাজগুলো ভিড় করে রাখার কারনে হেঁটে যাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।