করোনা ভাইরাসের কারণে কর্মহীণ হওয়া অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মাঝে ত্রাণ ও সবজি বিতরণ করা হয়েছে। শুক্রবার ষোলটাকা ইউনিয়নে ত্রান ও গাংনী শহরে এ সবজি বিতরণ করা হয়।
জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। শুক্রবার সকালে গাংনীর ষোলটাকা ইউনিয়নের ৬ টি ওয়ার্ডের ১৫৫ জনের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে রয়েছে ১০ কেজি চাল।
অপরদিকে গাংনী শহরে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মাঝে ছাত্রলীগের পক্ষ থেকে সবজি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন সাংসদ সাহিদুজ্জামান খোকন।