খুলনার ডুমুরিয়ায় গৃহবধূ টুম্পা মণ্ডল হত্যা মামলায় স্বামী প্রসেনজিৎ গাইনসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং একজনকে খালাস দিয়েছে আদালত।
এছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের দু’টি ধারায় ৪৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। সাজাপ্রাপ্ত অপর দুই আসামি হলেন- অনিমেষ গাইন ও বিপ¬ব কান্তি মণ্ডল।
প্রসেনজিৎ গাইনের ভাই সুদাশ গাইন খালাস পেয়েছেন। সাজাপ্রাপ্ত প্রসেনজিৎ গাইন ও বিপ¬ব কান্তি মণ্ডল পলাতক রয়েছেন। জানা গেছে, ২০১৬ সালের ৭ অক্টোবর ডুমুরিয়ার বাদুড়গাছা গ্রামের ঘ্যাংরাইল নদীতে চুবিয়ে শ্বাসরোধ করে টুম্পাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। ৯ অক্টোবর নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের ভাই সমিত মণ্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কেরামত আলী চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন।