রাজশাহীর তানোরে বিল কুমারী বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ঢুবে বাবু (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার গোকুলগ্রামের এবারতের পুত্র।
গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টার সময় ঘটে মৃত্যুর ঘটনা। স্থানিয়রা দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে দুপুর আড়াই তার দিকে তার মৃত দেহ থানায় এনে বিকেলের দিকে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেন ওসি রাকিবুল হাসান। এঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, সোমবার সকালের দিকে বাবু একাই বিলে মাছ ধরতে যান। তিনি দীর্ঘদিন ধরে মৃগি রোগে ভুগছিলেন। বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন সহ গ্রামবাসী খোঁজাখুঁজি করে বিলে তার মরদেহ দেখতে পান। সেখান থেকে বাড়িতে মরদেহ নিয়ে আসা হলে পিতা মাতাসহ পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। তার এমন মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
থানার ওসি রাকিবুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান গ্রামবাসী ও প্রতিবেশিরা বলছে সে দীর্ঘদিন ধরে মৃগি রোগে আক্রান্ত ছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসাপাতালে পাঠানো হয়েছে এবং ইউডি মামলা দায়ের করা হয়েছে।