ধর্ষণ নারী নির্যাতনের প্রতিবাদে সারা দেশের ন্যায় রাজশাহীর তানোরে বিট পুলিশিংএর আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল থানা চত্বরে অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতির বক্তব্য বক্তব্য রাখেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি এসিল্যান্ড স্বীকৃতি প্রামানিক, হিন্দু বন্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মুকুল কুমার ঘোষ, সাধারন সম্পাদক দেবানন্দ, পুজা উদযাপন কমিটির সভাপতি সুনিল চন্দ্র, শ্যামল কুমার।
এস আই আসাদুজ্জামান ও এস আই মামুনুল্লাহ আবেদের পরিচালনা সভায় উপস্থিত ছিলেন থানা পুলিশের কর্মকর্তা বিট পুলিশিংএর সদস্য ও শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যম কর্মী সহ সুধীজনরা। পরে একটি র্যালি বের হয়ে থানা মোড় প্রদর্শন করে সভাস্থলে এসে শেষ হয়।