1. gnewsbd24@gmail.com : admi2019 :
বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০, ০৪:১৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু আড়াই লাখ ছাড়াল

জি-নিউজবিডি২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ১৫ বার পঠিত

বিশ্বের অন্যান্য দেশে করোনার তাণ্ডব কিছুটা কমলেও বিপরীত মার্কিন যুক্তরাষ্ট্রে। যেখানে এখনও গড়ে অর্ধলক্ষ মানুষের করোনা শনাক্ত হচ্ছে। থেমে নেই প্রাণহানি। গত একদিনেও সেখানে ৪৪২ জনের মৃত্যু হয়েছে। এতে করে সর্বোচ্চ ক্ষমতার দেশটিতে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ হাজার ৩২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৮৪ লাখ ৫৬ হাজার ৬৫৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৪৪২ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ২৫ হাজার ২২২ জনে ঠেকেছে।

অপরদিকে, সুস্থতা লাভ করেছেন আরও ৪৫ হাজার ৫৩৯ জন রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ৫৫ লাখ ৩ হাজার ২৬৮ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৮ লাখ ৮১ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ১ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭৭ হাজারের অধিক। যেখানে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ৫৯৯ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৭ লাখ ৫৭ হাজারের কাছাকাছি। ইতোমধ্যে সেখানে ১৬ হাজার ২৫ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ২১ হাজার অতিক্রম করেছে। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৪৯৭ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী সাড়ে ৩ লাখের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৪৯৬ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৪১ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ৬৫৭ জনের।

অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ছুঁই ছুঁই। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৮৩০ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ২৫ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৩৩৯ জনের।

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, , লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

cover3.jpg”><img src=”https://www.bssnews.net/wp-content/uploads/2020/01/Mujib-100-1.jpg”>

via Imgflip

 

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি  © All rights reserved © 2011 Gnewsbd24
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazargewsbd451