করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় গতকাল শুক্রবার বগুড়ার গাবতলী কাগইল নায়েব উল্লা সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে সমাজসেবক বাবলু মিয়া ও তাঁর বড়পুত্র ফুটবল খেলোয়ার আলমগীর হোসেনের উদ্যোগে ইউনিয়নের প্রায় ২শতাধিক কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান (খাদ্য) সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা সভাপতি আজমল হোসেন শীষ, সমাজসেবক বাবলু মিয়া আকন্দ ও ফুটবল খেলোয়ার আলমগীর হোসেন, আলাদী আলাম, আরাফাত রহমান’সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ প্রমূখ। ত্রান সামগ্রী মধ্যে ছিল ( চাল, লবন, মসুর ডাল ও সাবান)।