দেশের করোনা সঙ্কটময় পরিস্থিতির কারণে মানুষ যখন ঘরবন্দী, সেই সুযোগে বিষ প্রয়োগ করে প্রজেক্টের ৫লক্ষাধিক টাকার মাছ চুরি করে ধরে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
শনিবার ২৫’এপ্রিল প্রথম রমজান ভোর ০৫টার দিকে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের চক ভাঁড়ারা নামক এলাকায় দোগাছী চিথুলিয়া গ্রামের গেদন সরদারের ছেলে মো. তোফাজ্জল হোসেনের মাছের প্রজেক্ট থেকে বিষ প্রয়োগে মাছ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার গেদন সরদারের ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তিনি জানান। ছুরি করার পর অবশিষ্ট মাছ এলাকার মানুষ দল বেঁধে বাউতের মাধ্যমে ধরে নিয়ে যাচ্ছে।
মাছ চুরির ঘটনার গেদন সরদার পাবনা সদর থানার একটি অর্ভিযোগ দায়ের করেছেন। পুলিশ আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান, মাছ চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, রির্পোট আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।