পাবনায় র্যাব-১২’র অভিযানে ৪৪কেজি গাঁজা ও ১টি পিকআাপ ভ্যানসহ ২জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো রংপুর জেলার সদর থানার দহিগঞ্জ গ্রামের মৃত তমসের আলীর ছেলে মো. আতিক হাসান (২৩) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার শিমুল বাড়িয়া গ্রামের মো. খাজা মিয়ার ছেলে হাসানুর রহমানা মুকুল (৩২)।
পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদক পরিবহন করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ২৪’এপ্রিল রাত ১০টায় দিকে র্যাবের একটি বিশেষ দল পাবনা জেলার সদর থানার বাস টার্মিনাল এলকায় অভিযান চালায়। এ সময় ট্রাফিক বক্সের গোল চত্ত্বরের সামনে পাকা রাস্তার উপর সিগন্যাল দিয়ে গতিরোধ করলে আসামীরা র্যাবের গাড়ি দেখে পিকআপ ভ্যান থেকে নেমে পালানো চেষ্টা করলে তাদের ধরে ফেলে র্যাব। এ সময় র্যাব পিকআপ ভ্যান তল্লাশি করে ৪৪ (চুয়াল্লিশ) কেজি গাঁজা ও পিকআপ ভ্যান উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজের হেফাজতে রেখে পাবনা জেলাসহ দেশের অন্যান্য জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তারা দেশের চিহ্নিত মাদক ব্যবসায়ী।
আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।