বৃহস্পতবিার বগুড়া শহরের বাদুরতলা চকযাদু রোড এলাকা থেকে কোটি টাকার নকল ব্যান্ডরোলসহ ০৩(তিন) আসামী গ্রেফতার। বগুড়ার জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় দায়িত্বরত পুলিশ পরিদর্শক মোঃ এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে টিম ডিবি বগুড়া শহরের বাদুরতলা চকযাদু রোড এলাকা অভিযানে ১,৩৬,০০,০০০(এক কোটি ছত্রিশ লক্ষ) টাকা মূল্যের ১৩,৯২,০০০(তের লক্ষ বিরানব্বই হাজার)পিচ নকল ব্যান্ড রোলসহ ০৩(তিন) আসামী গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার ডিবি একটি চৌকস টিম বৃহস্পতিবার বগুড়া সদর থানাধীন বাদুরতলা চকযাদু রোড প্রেসপট্টির শাহী প্রেসের পূর্ব পার্শ্বে মোঃ স্বপন সরদার পিতা বজলু সরদার এর প্রেসের দোকান হইতে ১,৩৬,০০,০০০(এক কোটি ছত্রিশ লক্ষ) টাকা মূল্যের ১৩,৯২,০০০(তের লক্ষ বিরানব্বই হাজার) পিচ নকল ব্যান্ড রোল এবং উক্ত ব্যান্ড রোল তৈরির ০২(দুই) টি ডাইস পে-টসহ ১। মোঃ সোহাগ ইসলাম (২৬) পিতা মোঃ আব্দুল কুদ্দুস, সাং-মাটিডালি বিমান মোড় মধ্যপাড়া, ২।
মোঃ জহুরুল ইসলাম (৩৮) পিতা মোঃ আনিছার সাকিদার, সাং-নিশিন্দারা মধ্যপাড়া, উভয় থানা বগুড়া সদর জেলা বগুড়া ও ৩। মোঃ ছানোয়ার হোসেন (৩৫) পিতা মোঃ শাজাহান আলী, সাং-ভোগইল পশ্চিমপাড়া, থানা কালাই, জেলা জয়পুরহাট, এপি/জনৈক রুবেল ফার্নিচার ব্যবসায়ী এর বাসার ভাড়াটিয়া, থানা বগুড়া সদর জেলা বগুড়াদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়ার সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীগণকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলো। সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আসামীদরে বিরুদ্ধে বগুড়ার সদর থানায় মামলা দায়ের করা করে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।