সাবেক রাষ্ট্রপতি মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ছবির সাথে সানি লিওনের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান শাহীন তার আইডিতে একটি আপত্তি কর পোস্ট দেয়।
এই পোস্ট দেওয়াকে কেন্দ্র করে পীরগঞ্জ উপজেলা জাতীয় পাটির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন। তারা গত বুধবার রাতে পীরগঞ্জ উপজেলা ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজার মোড়ে প্রতিবাদ পথসভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, জাতীয় যুব সংহতির সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক কামরুল হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আসাদুজ্জামান মন্ডল সবুজ, সদস্য সচিব ফেরদৌস সরকার ফিরোজ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মন্ডল প্রমুখ। বক্তাগণ বলেন অবিলম্বে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান শাহিনকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ ব্যাপারে মিজানুর রহমান শাহনি বলেন, পোষ্টটি ইচ্ছেকৃত নয় অসাবধানতায় ভ’ল বশত হয়ে ছিল । পরবর্তীতে ভুল বুঝতে পেওে তিনিি সেটি তার আইডি থেকে মুছে ফেলে ক্ষমা প্রার্থনা করেছেন ।