ঝিনাইদহ জেলায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ২ জনের বাড়ী ঝিনাইদহ সদর, ২ জন কালিগন্জ উপজেলা, ১জন কোটচাঁদপুর উপজেলা ও একজন শৈলকুপা উপজেলা নিবাসী।
আক্রান্ত ব্যাক্তিদের হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। যারা করোনা পজিটিভ হয়েছেন সেসব রোগীদের বাড়ী লকডাউন করা হয়েছে। সেই সাথে ওই পরিবারের প্রতিবেশীদের মেলামেশা নিষেধ করা হয়েছে। কিছু দিন ধরেই, জেলা লকডাউনের দাবি জানিয়ে আসছিল অভিজ্ঞমহল, এমতাবস্থায় জেলার প্রশাসন ব্যবস্থা আরও জোরদার করে জেলাকে করোনামুক্ত রাখতে সর্বোচ্চ কঠোর হওয়ার দাবি জানাচ্ছে অভিজ্ঞমহল।
একজন সিনিয়র চিকিৎসক জানান, যেসব ব্যাক্তি সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত ব্যাক্তিদেরকে জরুরীভাবে কোয়ারেন্টাইনে নেয়ার জন্য মত প্রকাশ করা হয়েছে, যদি এখনো এ নিয়ে ব্যবস্থা গ্রহন করা না হয় তবে জেলার অবস্থা ভয়াবহতম হয়ে যেতে পারে।