ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি’র নির্দেশনায় বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে ও লকডাউনকৃত পণ্ডিত বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌছে দিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী ।
রবিবার দুপুরে এ খাদ্য সামগ্রী ওই করোনা রোগির বাড়ীতে পৌছিয়ে দেন। চ্উাল:৩০কেজি, তেল ৫কেজি, চিনি ৫কেজি, ছোলা ২কেজি, মসুর ডাল ১কেজি, আলু৫কেজি, সুজি ১কেজি, দুধ:২০০গ্রাম, খেজুর:২৫০গ্রাম খাদ্য সামগ্রী।