রাজশাহীর তানোরে প্রশাসনের নির্দেশনা অমান্য করায় ১২টি দোকান সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার সকালের দিকে পৌর সদর গোল্লাপাড়া বাজারে অভিযান চালিয়ে এসব দোকানগুলো সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সুশান্ত কুমার মাহাতো।
তিনি রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিঙয়ে গিয়ে দেখা যায় অপ্রয়োজনীয় বেশ কিছু দোকান খোলা পাওয়া যায়। এসব দোকানদারদের একাধিক বার বন্ধ রাখার নির্দেশ দেয়া হলেও তাঁরা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে সিলগালা করে দেয়া হয়েছে।
শুধু তাই না করোনাভাইরাস মোকাবেলায় এরকম দোকান খোলা বা অপ্রজনে ঘর থেকে বের বা দোকানে আড্ডা মারতে দেখা গেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারি করে দেন।