সাম্য সামাজিক ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্খায় মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর ৪৪ তম মৃত্যু বার্ষিক উপলক্ষ্যে এক আলোচনা সভা ঝিনাইদহ প্রেস ক্লাবে মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে ভাষানী স্মরণ সভা বাস্তবায়ন কমিটির উদ্যোগে হাবিবুর রহমান রিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আনিচুর রহমান খোকা, বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, কবি ফকির শওকত, আমিনুল ইসলাম বকুল, মেহেদী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পদ্মা এনজিও পরিচালক হাবিবুর রহমান। অনুষ্ঠানে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়।