সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব এন্ট্রিমাইক্রোবিয়াল সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ডা. মাহাদি আল মাসুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. জাহিদ আলম, ডা. মোহাম্মদ মাহফুজ ইমরান, ডা. হুমায়ুন কবির, ডা. ওয়াহিদুজ্জামান, ডা. এরিনা সরণি, ডা. আশিক আহমদ প্রমূখ।
সভায় বক্তারা এন্টিবায়োটিক ও অন্যান্য জীবাণুরোধী ওষুধের ব্যবহার সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।