মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীতে নির্মিত শেখ হাসিনা সেতুর আনুষ্ঠানিক উদ্বােধন করলেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বােধন করেন। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়র সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে তিনি সেতুটির উদ্বােধন কাজ শেষ করেছেন।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরন শিকদার, পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ানসহ প্রশাসনের বিভিন্নদপ্তরের কর্মকর্তারা।
মহম্মদপুরের মধুমতি নদীর উপর নির্মিত এই সেতুটির মােট দৈর্ঘ ৬০০ দশমিক ৭০ মিটার এবং প্রস্থ ৯ দশমিক ৮০ মিটার। সেতুটিতে ১৫০টি পাইল, ১৪টি পিয়ার, ২টি অ্যাবাটমেট ও ১৫টি স্প্যান রয়েছে। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬৩ কােটি ৩১ লাখ ২৮ হাজার টাকা।
উপজলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পাল বলেন, শেখ হাসিনা সেতুর আনুষ্ঠানিক উদ্বােধন উপলক্ষে এলাকার মানুষকে বিনােদন দিতে শেখ হাসিনা সেতু সংলগ্ন নদীপাড় দিনব্যাপি সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনাফারেন্সের মাধ্যমে রবিবার আনুষ্ঠানিকভাবে ‘শেখ হাসিনা সেতুর’ উদ্বােধন করেন।