খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি এস এম দ্বীন ইসলামকে পিরু ও তার ছেলে নাইম হত্যা মামলায় হয়রানিমূলক ভাবে জড়ানো হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
আজ রবিবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান।
এতে বলা হয়, উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের পহড়ডাঙ্গা গ্রামের পিরু ও তার ছেলে নাঈম শেখ নিহতের ঘটনায় আমরা খুবই মর্মাহত হয়েছে এলাকাবাসী। এঘটনায় প্রকৃত অপরাধীরা ধরা পড়–ক এবং তাদের শাস্তি হোক এটা কামনা করে তারা। ভিকটিম পরিবার চেয়ারম্যান দীন ইসলামের সাথে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ছিলো।
চেয়ারম্যানের রাজনৈতিক সকল কর্মকান্ডে এবং তার নির্বাচনী কর্মকান্ডে পিরু পরিবার ছিলো শক্তিশালী হাতিয়ার। পিরু পরিবারের সাথে চেয়ারম্যানের কোন জমিজমা সংক্রান্ত বিরোধ ছিলোনা। চেয়ারম্যান দীন ইসলাম আটক হওয়ার পর এই খুনীদের পৃষ্টপোষকতাকারীরা সুযোগ বুঝে ঘোলা পানিতে মাছ শিকারে লিপ্ত হয়। যা এখনো চলমান রয়েছে। তার এই জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে প্রতিপক্ষরা দিশেহারা হয়ে পড়েছে।