ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন, দুস্থ ও অসহায় ৫ শত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা নৌ-বন্দর এলাকা খেয়াঘাটে কর্মহীন শ্রমিক মাঝে আনুষ্ঠানিক ভাবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্য নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকীব ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা বিআইডব্লিউটিএ ভোলা নৌ-বন্দরের সহকারী পরিচালক মো.কামরুজ্জামান, ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন, প্রশিক্ষন বিভাগের প্রধান সাদ্দাম হোসেন, রক্ত বিভাগের প্রধান মো: মাকসুদুর রহমান রুবেল। এসময় প্রতিটি পরিবারকে সাড়ে ৭কেজি চাল, ১লিটার তেল, ১কেজি মসুর ডাল, ১লবন, ১কেজি ১ কেজি চিনি ও ৫’শ গ্রাম করে সুজি প্যাকেট করে দেয়া হয়।