বাগেরহাটের ফকিরহাটে প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পাঁচ শতাধিক চাষীর মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
কৃষি পূর্নবাসন এবং রবি ফসলের উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ৫৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, টমেটো, মরিচ, ও গ্রীষ্মকালীন মুগের মোট ১ হাজার, ২৪৭ কেজি বীজ ও ৮হাজার ৮শ কেজি সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা: নাছরুল মিল্লাত, পল্লী উন্নয়ন ও সঞ্চয় ব্যাংকেরা ব্যবস্থাপক তুষার কান্তি বালা, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ তন্ময় দত্ত প্রমুখ।