সুন্দরগঞ্জ উপজেলায় করোনায় গৃহে অবস্থান রত মানুষের মাঝে ভর্তূকী মুল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রয় ।
গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনায় গৃহে অবস্থান রত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভর্তূকী মুল্যে বিক্রয়ের পাইলট প্রোগ্রামের উদ্ধোধন করা হয় ।
উদ্ধোধনী বিক্রয় সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান, কৃষি অফিসার রেজা – ই -মাহামুদ, সমাজ সেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস ,যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলাম পৌর কমিশনার হাবিবুর রহমান ।
দ্রব্য সমগ্রীর মধ্যে ছিল,৫কেজি চাল,হাফ কেজি ডাল, হাফ কেজি পিয়াজ ,২কেজি আলু ,ও হাফ লিটার তেল, প্রতি প্যাকেট ৩শ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। সংশ্লিষ্ট সুত্রে জানায় করোনায় গৃহে অবস্থান রত পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ২০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসুবিধা দেয়া হবে।