কুমিল্লার হোমনার সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী মো. মাজেদুল ইসলাম জীবন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার রাত সাড়ে দশটায় জেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তিনি ফুঁসফুঁসের সংক্রমণ ও শ^াসকষ্টে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
হাজী মাজেদুল ইসলাম জীবনের মৃত্যুতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার সকালে তার লাশ উপজেলা পরিষদ মাঠে এলে উপজেলা পরিষদের পক্ষ থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। বেলা এগারোটায় উপজেলা পরিষদ মাঠে প্রথম ও বিকাল তিনটায় উপজেলার নিজ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মী অংশগ্রহণ করে জানাজাপূর্ব আলোচনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
মরহুম হাজী মাজেদুল ইসলাম জীবন রাজনীতির পাশাপাশি সামাজিক ও শিক্ষার উন্নয়নে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। তিনি একাধারে কাশিপুর হাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, অনন্তপুর হাজী মাজেদুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন।