গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের ছাত্র আন্দোলনের ২০তম প্রতিষ্ঠাতা বাষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাজারপাড়া উচ্চ বিদ্যালয় হল রুমে ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি হীরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের গাইবান্ধা জেলা সভাপতি এডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান এম শরিফুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের রামজীবন ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার দেশের বারোটা বাজিয়েছে। এ সরকার চিরদিন ক্ষমতায় থাকতে মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। তারা আগামী নির্বাচনে সুক্ষ্মভাবে ভোট চুরির জন্য ইভিএম পদ্ধতি ব্যবহার করার পরিকল্পনা করছে। যা এখনো এদেশের মানুষ শতকরা ৭৫ ভাগ অজানা রয়েছে।