বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়ন বিএনপিও অঙ্গদলের উদ্যোগে বাগবাড়ী জিয়াবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও বক্তব্য রাখেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জোবাইদুর রহমান গামার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ও থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন।
থানা যুবদল নেতা নজরুল ইসলাম বজলুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক প্রভাষক আশরাফ হোসেন, আহ্বায়ক সদস্য আব্দুর রহিম পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন থানা আহ্বায়ক সদস্য শফিকুল ইসলাম ভূধন, অধ্যাপক নজমুল হোসেন, ফজলে রাব্বী ফিরোজ, মতিয়ার রহমান মতি, নশিপুর ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন, আব্দুল খালেক, মমতাজ হাসান রেজা, আমিনুল ইসলাম মিঠু, মোখলেছার রহমান, আজিজার রহমান, মোহাম্মদ আলী, আব্দুল লতিফ,যুবদল নেতা আরিফ, সাগর সরকার, কামরুল, দুলাল, মহিদুল ,রাছেল, রফিকুল ফকির শ্রমিকদল নেতা সায়বালী, সালাম, খলিল, মিনার প্রমূখসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।