দিনাজপুরের কাজিহাল ইউপির মুরারীপুর উ্চ্চ বিদ্যালয় সুনামধন্য বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিদ্যালয়টি সুনামের সাথে আলো ছড়াচ্ছে। বিদ্যালয়টিতে বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা ২১৯ জন।
২০২০ ইং সালে মুরারীপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মোছাঃ খুকুমনি A+ পেয়েছে। ইতি পূর্বের বছর গুলিতেও এই বিদ্যালয় থেকে সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করেছে ছাত্রছাত্রীরা। গত ২৩/১১/২০২০ ইং তারিখে মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তী ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রী মহল স্থানীয় একটি পত্রিকায় বিদ্যালয়ের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেন।
বিদ্যালয়টিতে বর্তমান শিক্ষক ও কর্মচারী ১৭ জন। করোনা ভাইরাসের সরকারী নির্দেশ মোতাবেক সকল স্কুল বন্ধ থাকায় এ্যাসাইনমেন্ট (বিষয় ভিত্তিক) প্রদান এবং জমা বিষয়ে ছাত্র ছাত্রীদেরকে বুঝানোর জন্য সম্মক ধারনা দেওয়া হয়। উল্লেখ্য যে, অত্র মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের এ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয় প্রতি সপ্তাহের শনিবার।
ঐ দিন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর মাঝে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (কম্পিউটার) মোঃ একরামুল হক এ্যাসাইনমেন্ট বিষয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছিলেন এমতাবস্থায় একটি কুচক্রী মহলের সহযোগীতায় স্কুলের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য বিদ্যালয়ের ছবি তুলে কুচ্ছা রটাচ্ছেন। যাহা বিদ্যালয়ের জন্য ক্ষতি হয়।
স্থানীয় জনগন জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পরিচালনা হয়ে আসছে। করোনা’র কারণে গ্রামে প্রযুক্তিগত পর্যাপ্ত নেটওয়ার্ক না থাকায় ছাত্রছাত্রীদেরকে এ্যাসাইনমেন্ট বিষয় ভিত্তিক পরামর্শ প্রদান করেন। যাতে করে ছাত্র ছাত্রীরা আগামী পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে।