কুমিল্লার হোমনায় মাদক ও ডাকাতিসহ মোট চৌদ্দ মামলার আসামী সালাহ উদ্দিনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ওসি আবুল কায়েস আকন্দের নেতৃত্বে পুলিশের অভিযানে উপজেলার কাচারিকান্দি এলাকার তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার ওপর সন্দেহজনক ঘোরাফেরাকালে হোমনা থানার এসআই ইকবাল মনির সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করেন।
সালাউদ্দিনের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ বিভিন্ন আইনের মোট ১৪ টি মামলা রহিয়াছে। গত ২৬ ফেব্রুয়ারি একটি ডাকাতি প্রস্তুতি এবং সাম্প্রতিক আরেকটি ডাকাতি মামলায় তার জড়িত থাকার কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার তাকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সালাহ উদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ডের সরকার বাড়ির মৃত বাহাদুর সরকারের ছেলে।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, গত ফেব্রুয়ারি মাসের একটি ডাকাতি প্রস্তুতি মামলা এবং সম্প্রতি দিন-দুপুরের একটি ডাকাতির সঙ্গেও সালাহ উদ্দিনের জড়িত থাকার তথ্য রয়েছে। ওই ঘটনায় তাকে গ্রেপতার করা হয়েছে। আগের মামলায় সে জামিনে ছিল।