দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় আরডিআরএস বাংলাদেশ সংস্থার বিসিটিআইপি প্রকল্প কর্তৃক গত ২০১৭ ইং সালে অক্টোবর মাস হতে বর্তমান সময় পর্যন্ত চিহ্নিত মানব পাচারের শিকার ব্যক্তিগণের মধ্য হতে স্বাভাবিক জীবনে ফিরে এসে মানব পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধ সহ নানাবিধ সমাজ উন্নয়ন মূলক কাজের সাথে সম্পৃক্ত ২৭জন নারী পুরুষ নিয়ে গত ২০১৯ ইং সালের জুলাই মাসে আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামে ফুলবাড়ী আলোর দিশারী অনিবার্ণ যুব উন্নয়ন সংস্থা নামে প্রতিষ্ঠা লাভ করে।
এরপর নানাবিধ সমাজ উন্নয়নমূলক কাজে সদস্যগণ ফুলবাড়ী উপজেলার সকল ইউনিয়নে ও পৌরসভায় তথ্য আদান প্রদান এবং যুব উন্নয়নে প্রশিক্ষন আয়োজন ও অংশগ্রহণ, দিবস উদযাপন অসহায় ব্যক্তিদের ত্রাণ কর্মসূচিতে আয়োজন সহ উঠান বৈঠক পরিচালনা, নিরাপদ অভিবাসন কার্যকর করতে জনে জনে সাক্ষাতের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, ইউনিয়ন ও উপজেলা পরিষদ হতে দুস্থ অসহায় ব্যক্তিদের সহযোগিতা প্রদানের জন্য নেটওয়ার্কিং ব্যবস্থা ইত্যাদি পরিচালনা করে আসছেন।
জনকল্যাণমূলক কাজে প্রশংসিত হওয়ায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর মাধ্যমে গত ২৬ নভেম্বর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে যুব উন্নয়ন কর্মকর্তা সংস্থার সভাপতি সিতারাম দাস, কোষাধ্যক্ষ ফাইমা আক্তার সহ কার্যকরী কমিটির ০৭জন সদস্যের উপস্থিতি ও আরডিআরএস বাংলাদেশ সংস্থার প্রকল্প কর্মকর্তা মাহমুদ মানিক এবং শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদীন এর উপস্থিতিতে রেজিষ্ট্রেশন কার্ড প্রদান করেন। যাহার নং-যু/উ/স/দিনাজ-১৫৫/ফুল-০৫/২০২০।