আজ (২৭শে নভেম্বর) বাংলাদেশে আধুনিক নাটকের জনক শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ৯৫তম জন্মবার্ষিকী। থিয়েটার নাট্যগোষ্ঠী প্রতিবছর মুনীর চৌধুরীর জন্মদিনে তাঁর নামাঙ্কিত সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান করে থাকে।
এ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের নবনাট্যচর্চার অন্যতম পথিকৃৎ অভিনেতা-নির্দেশক-সংগঠক সারা যাকের। মোহাম্মদ জাকারিয়া পদকের জন্য নির্বাচিত হয়েছেন দিনাজপুরের কৃতী নাট্যকার-নির্দেশক-প্রশিক্ষক সম্বিত সাহা। করোনাজনিত পরিস্থিতির কারণে এ বছর পদক প্রদান অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলেই আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হবে।
আইএফআইসি ব্যাংকের সৌজন্যে মুনীর চৌধুরী সম্মাননার অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা ও মোহাম্মদ জাকারিয়া পদকের অর্থমূল্য পঁচিশ হাজার টাকা।
১৯৮৯ সাল থেকে গত বছর পর্যন্ত যাঁরা মুনীর চৌধুরী সম্মাননা পেয়েছেন, তাঁরা হচ্ছেন : মোহাম্মদ জাকারিয়া, অমলেন্দু বিশ্বাস (মরণোত্তর), আবদুল্লাহ আল-মামুন, নাগরিক নাট্য সম্প্রদায়, সৈয়দ জামিল আহ্মেদ, রামেন্দু মজুমদার, মুক্তধারা, সাঈদ আহমদ, ফেরদৌসী মজুমদার, সৈয়দ শামসুল হক, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসিরউদ্দীন ইউসুফ, সেলিম আল দীন, আলী যাকের, নিখিল সেন, আসাদুজ্জামান নূর, জিয়া হায়দার, মলয় ভৌমিক, পার্থপ্রতিম মজুমদার, অধ্যাপক আবদুস সেলিম, মনোজ মিত্র, আরণ্যক, লিয়াকত আলী লাকী, মৃত্তিকা চাকমা, ম. হামিদ, কেরামত মাওলা, ড. ইস্রাফিল শাহীন, ড. দেবজিত্ বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক শফি আহমেদ।
মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রবর্তিত হয় ১৯৯৭ সালে। সে থেকে এ পর্যন্ত যাঁরা এ পদক পেয়েছেন, তাঁরা হচ্ছেন: আহমেদ ইকবাল হায়দার, মান্নান হীরা, শিমুল ইউসুফ, ঠান্ডু রায়হান, খালেদ খান, দেবপ্রসাদ দেবনাথ, নাসিরুল হক খোকন, মাসুম রেজা, আমিনুর রহমান মুকুল, ফয়েজ জহির, জগলুল আলম, শুভাশিস সিনহা, বাবুল বিশ্বাস, অসীম দাশ, থিয়েটারওয়ালা, সুদীপ চক্রবর্তী, সামিনা লুৎফা নিত্রা, ড. আইরিন পারভীন লোপা, আকতারুজ্জামান, অভিজিৎ সেনগুপ্ত, রুমা মোদক, পান্থ শাহ্রিয়ার ও শিশির রহমান।