বিলুপ্তের পথে প্রায় হারিয়ে যাওয়া ফুটবল খেলাকে আবারো যুবকদের মাধ্যমে খেলার মাঠে ফিরাতে হবে। ফুটবল আমাদের ঐতিহ্যবাহি একটি খেলা। আর এই খেলা হলো সর্বজনীন যাতে সবাই অংশগ্রহণ করে সহজেই খেলতে পারে। আমিও ছোট বেলায় ফুটবল খেলায় অংশগ্রহণ করেছি।
এ খেলায় ১১ জন খেলোয়ার একসাথে খেলতে পারে। আর এই খেলায় অংশগ্রহনের মাধ্যমে যুবকরা বিভিন্ন নেশার পথথেকে ফিরে আসতে পারবে। কারণ জননেত্রী শেখ হাসিনা যুব সমাজকে ধংশের হাত থেকে বাঁচাতে চায়। মাদক সেবন কারির সাথে কোন আপোষ নাই।
বৃহস্পতিবার উথুলী ক্লাবের সদস্যদের হাতে ফুটবল তুলে দেয়ার সময় বলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য, গুজিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি,শিবগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি সাফিউল সরকার সাফি।
তিনি আরো বলেন, মাদককে না বলি,সুন্দর সুখের জীবন গড়ি। তিনি এসময় আগামী দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।